জেলা প্রাণিসম্পদ দপ্তর, সাতক্ষীরা এর সাম্প্রতিক কার্যক্রম নিচে বর্ণনা করা হলো।
১। রোগ প্রতিরোধের জন্য গবাদিপশু এবং হাঁসমুরগির টিকা প্রদান।
২। চিৎকৎসা সেবাঃ জেলা ভেটেরিনারি হাসপাতাল ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আনিত প্রণিসমূহের চিকিৎসা প্রদানের পাশাপাশি বিভিন্ন গ্রামে গিয়ে চিকিৎসা প্রদান।
৩।খামারী প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান।
৪। গবাদিপশুর জাত উনন্নয়নে কৃত্রিম প্রজনন ও সম্প্রসারণ
৫। ঘাসচাষ সম্প্রসারণ কার্যক্রমকে দেশব্যাপী সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যপক প্রচার, প্রশিক্ষণ প্রদান এবং খামারিদের মাঝে ঘাসের কাটিং বিতরণ
৬। ডিজিজ সার্ভিলেন্স এর তথ্য সংগ্রহ ও প্রেরণ
৭। বিভিন্ন খামার ,ফিড মিল, গো খাদ্যের দোকান, হ্যাচারী, ভেট মেডিসিন দোকান নিবন্ধন।
৮।বিভিন্ন খামার ,ফিড মিল ,খাদ্যের দোকান, হ্যাচারী,ভেট মেডিসিন দোকান পরিদর্শন ও পরামর্শ প্রদান।
৯। মোবাইল কোর্ট পরিচালনা।
১০। টেলিমেডিসিন প্রদান।
১১। উপজেলা পর্যায়ে খামারীদের অ্যাসোসিয়েশন গঠন
১২। প্রাকৃর্তিক দূযোর্গ খামারীদেন সহায়তা প্রদান।
১৩। প্রাণিজাত পন্যের বাজার মনিটরিং।
১৪। কোরবানীর সময় হুষ্টপুষ্টকরন খামার মনিটরিং, পরামর্শ প্রদান , টেকনিক্যাল সহায়তা প্রদান,পশুরহাট মনিটরিং ।
১৫। বিভিন্ন দিবস উৎযাপন ও পালন
১৬। সর্বপরি প্রানিজ আমিষ নিশ্চিতকরণ প্রদানের লক্ষ্যে সার্বক্ষণিক সবধনের ভেটেরিনারি ও টেকনিক্যাল সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS